ঢাকা, রবিবার   ১৩ জুলাই ২০২৫

দ্বিতীয় দিনেও বেপরোয়া শ্রমিকরা 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:১৫, ২৯ অক্টোবর ২০১৮ | আপডেট: ১৭:১৮, ২৯ অক্টোবর ২০১৮

Ekushey Television Ltd.

পরিবহন শ্রমিকদের কর্মবিরতির শেষ দিনেও তাদের আচরণ ছিল বেপরোয়া। রাজধানীর বিভিন্ন স্থানে রাস্তায় ব্যক্তিগত গাড়ি ও চালকদের পথরোধ করে তারা মবিল মাখিয়ে দিচ্ছেন। চালকদের গায়ে মবিল মাখিয়ে তাদেরকে শারীরিকভাবেও হেনস্তা করা হয়। কোথাও কোথাও যাত্রীদের গাড়ী থেকে নামিয়ে দেওয়ারও ঘটনা ঘটেছে।

ব্যক্তিগত গাড়ির এক চালক নামপ্রকাশ না করার শর্তে বলেন, ‘রোগী নিয়েও তারা গাড়ি চালাতে দিচ্ছে না। আমার গাড়িতে অসুস্থ এক রোগী ছিলেন। রোগী নিয়ে খুলনায় যাচ্ছিলাম। কিন্তু পথে শ্রমিকরা আটকায়। আমি তাদের কাছে হাতজোড় করে মাফও চেয়েছি। কিন্তু তারা কথা না শুনে মুখে মবিল মাখিয়ে দিয়েছে।’

অপর এক চালক বলেন, ‘আমি মাদারীপুর যাচ্ছিলাম। গাড়িতে অসুস্থ রোগী ছিলেন। কিন্তু পোস্তগোলা ব্রিজ এলাকায় রোগীকে নামিয়ে দিয়েছে শ্রমিকরা। একইসঙ্গে আমাকে ফেরত পাঠিয়েছে।’   

চালকদের অভিযোগ এদিন পোস্তগোলা ব্রিজ এলাকায় দায়িত্ব পালন করছিলেন কেরানীগঞ্জ থানার উপ পরিদর্শক মো. জাবেদ। চালকদের হেনস্তা করার সময় এসআই জাবেদ ঘটনাস্থলের কাছাকাছি অবস্থান করলেও শ্রমিকদের বাধা দেননি।

তবে এ বিষয়ে তার কাছে জানতে চাইলে তিনি জানান, এ বিষয়টি আমি জানি না। কারা এ কাজ করছে দেখবো।

সড়ক পরিবহন আইনের কয়েকটি ধারা সংশোধন ও সাজা কমানোর দাবিতে দুইদিনের কর্মবিরতির ডাক দেন বাংলাদেশ সড়ক পরিবহন ফেডারেশন। কর্মবিরতিতে রাজধানী ঢাকা ও আন্তঃজেলায় পরিবহন যোগাযোগ অচল হয়ে পড়েছে।    

এসি

  


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি